Site icon Jamuna Television

মেলায় পাওয়া যাচ্ছে জেবাউল নকিব’র ‘বিষণ্ণ কল্যাণ মন্ত্রণালয়’

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছে কবি জেবাউল নকিব’র দ্বিতীয় কবিতার বই ‘বিষণ্ণ কল্যাণ মন্ত্রণালয়’। চন্দ্রবিন্দু প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন প্রচ্ছদ শিল্পী কাজী যুবাইর মাহমুদ।

এবারের নতুন বই সম্পর্কে জানতে চাইলে জেবাউল নকিব বলেন, কী সূক্ষ্ম চিৎকারে ফেটে যাচ্ছে আমাদের কান। আমরা টের পাচ্ছি না। যে বাতাস বয়ে যাচ্ছে পৃথিবীর শরীর ঘেঁষে তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। ক্রন্দনরত হিম মধ্যদুপুরে একটা অসহ্য সময় বেদনার জলে আমাদের ডুবিয়ে দিচ্ছে। মৃণালের নিচে ক্রমশই চাপা পড়ে যাচ্ছি- অবাধ্য অগ্ন্যুৎসব দেখছি নিমগ্ন ঘুমে…

স্থির সময়ের এমন কিছু হাহাকার, স্থবিরতা, ম্লান চিৎকার আর ভীষণ রকমের উন্মাদ বিষণ্ণতা নিয়ে হয়তো বিষণ্ণ কল্যাণ মন্ত্রণালয় তৈরি হয়েছে। বাকিটা পাঠক পড়লেই বুঝতে পারবে।

মেলায় বইটি পাওয়া যাবে চন্দ্রবিন্দু প্রকাশন এর ৪৭১ নং স্টলে। ৬৪ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য: ১৬০ টাকা।

Exit mobile version