Site icon Jamuna Television

বইমেলায় মোসাব্বির আহে আলীর ‘তন্দ্রা এভিনিউ’

জেব্রাক্রসিং থেকে প্রকাশিত হয়েছে মোসাব্বির আহে আলীর কবিতার বই ‘তন্দ্রা এভিনিউ’। ৯৬ পৃষ্ঠার বইটি বইমেলার ৩৩২ নং স্টলে পাওয়া যাবে। মূল্য ১৮০ টাকা।

‘তন্দ্রা এভিনিউ’ বই নিয়ে লেখক বলেন, মানুষ জীবন ও দর্শন, বাংলা প্রকৃতির প্রচ্ছন্ন দৃশ্য ও সুর ফুটে উঠেছে এই কবিতার বইয়ে।

কবি, গল্পকার, অনুবাদক মোসাব্বির আহে আলী জন্ম ব্রাহ্মণবাড়িয়র সরাইলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বস্ত্র প্রকৌশলে স্নাতক করেছেন।

সম্পাদনা : ছোটকাগজ ‘নীলঘুড়ি’।

প্রকাশিত বই- ঈর্ষাগাছ ও প্রার্থনাসমূহ ( গল্পগ্রন্থ), Poetics of Green Delta ( এন্থলজি, বাংলা কবিতা) ম্যানেজিং এডিটর।

Exit mobile version