Site icon Jamuna Television

সমালোচনা না করে হতাহতদের পাশে দাঁড়ান: তথ্যমন্ত্রী

সরকারের সমালোচনা না করে বিএনপিকে হতাহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সবকিছুতেই রাজনীতির চেষ্টা অমানবিক বলে মন্তব্য করেন তিনি।

দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের দ্বি-বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, বিএনপি নেতারা ঘটনাস্থলে না গিয়েই সরকারের সমালোচনা করছে। অভিনয় শিল্পীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কাজের মাধ্যমে জনগনের প্রতি বার্তা পৌছে দিয়ে শিল্পীরা মানবিক সমাজ গড়তে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

Exit mobile version