Site icon Jamuna Television

গণশুনানিতে আবারো ভোটের দাবি ড. কামাল হোসেনের

একাদশ সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে আবারো ভোটের দাবি জানিয়েছেন ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। ভোটে অনিয়ম নিয়ে গণশুনানিতে জেলায় জেলায় গণআদালত গঠনের কথাও জানানো হয়।

সকাল ১০টার পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই গণশুনানি। শুরুতেই চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব গৃহীত হয়। গণশুনানিতে জুরি বোর্ডের ৬ সদস্য ও আইন বিশেষজ্ঞরা অংশ নেন। অরাজনৈতিক ব্যক্তিদের কাছে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ভোটের নানা অনিয়মের চিত্র তুলে ধরেন। এই গণশুনানিতে জামায়াত অংশ নেয়নি। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নিয়েছেন এই গণশুনানিতে।

Exit mobile version