Site icon Jamuna Television

আসামে ‘বিষাক্ত মদ’ পানে নিহত ৬৬

ভারতের আসামে বিষাক্ত মদপানে অন্তত ৬৬ জন চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও অর্ধশতাধিক।

স্থানীয় পুলিশ জানায়, প্রদেশটির গোলাঘাট ও জোরহাট জেলার চা-বাগানের শ্রমিকরা তাদের সাপ্তাহিক মজুরি পেয়ে পান করেন ‘বিষাক্ত বুটলেগ মদ’। এরপরই অসুস্থ হয়ে পড়ে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের।

স্থানীয় চিকিৎসক জানান, বিষাক্ত পানীয়টি কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম নষ্ট করে দেয়ায় ঘটে মৃত্যুর ঘটনা।

এ ঘটনায় মদ প্রস্তুতকারী কারখানার মালিক, বিক্রেতা সহ আটক করা হয় ৫ জনকে। দেশটিতে অবৈধভাবে তৈরি মদ পান করে প্রায়ই মৃত্যু কিংবা অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।

দুই সপ্তাহ আগেই উত্তরাখন্ডে বিষাক্ত মদ পান করে মৃত্যু হয় প্রায় ১০০ জনের। সরকারি তথ্য অনুযায়ী, ভারতে বিষাক্ত মদ পানে প্রতিবছর গড়ে ১ হাজার জনের মৃত্যু হয়।

Exit mobile version