Site icon Jamuna Television

গাড়ির গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত: সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শনিবার পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে ওয়াহেদ ম্যানশনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

‘এছাড়া গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে-এমন তথ্য আমি পুলিশের মাধ্যমেও জানতে পেরেছি,’ বলেন তিনি।

মেয়র আরও বলেন, এলাকায় যেসব বাড়িতে রাসায়নিকের গুদাম আছে, তা দ্রুত সরিয়ে নিতে হবে। কোনো বাড়িতে রাসায়নিকের গুদাম পাওয়া গেলে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনের কেমিক্যাল গুদামে আগুন লাগে।

এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। আহত ৪১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Exit mobile version