Site icon Jamuna Television

এশিয়ার প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতলো শ্রীলঙ্কা

ইতিহাস গড়লো শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের আর এশিয়ার প্রথম দেশ হিসেবে টেস্ট সিরিজ জিতলো শ্রীলঙ্কা। ৮ উইকেটের এই জয়ে ঘরের পর বিদেশের মাটিতেও প্রোটিয়াদের হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবালো হাথুরুসিংহ শিষ্যরা। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাই প্রথম দল যারা দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতলো।

পোর্ট এলিজাবেথে ১৯৭ রানের লক্ষ্যে ২য় দিন শেষে সফররতদের সংগ্রহ ছিলো ২ উইকেটে ৬০ রান। জয়ের জন্য ১৩৭ রান তুলে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে কোন রোমাঞ্চ তৈরি হতে দেননি দুই অপরাজিত ব্যাটসম্যান অসাদা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। দুজনের হার না মানা ১৬৩ রানের জুটিতে তৃতীয় দিনেই অসহায় আত্মসমর্পণ করে দক্ষিণ আফ্রিকা।

৭৫ রানে ফার্নান্দো আর ৮৪ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত ছিলেন ম্যাচ সেরা কুশল মেন্ডিস। প্রথম ইনিংসে প্রোটিয়াদের করা ২২২ রানের জবাবে লঙ্কানরা করেছিলো ১৫৪ রান। আর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিলো ১২৮ রান। আর সিরিজ সেরা কুশল পেরেরা ১৫৩ রানের অপরাজিত ইনিংসে প্রথম টেস্ট ১ উইকেট জিতেছিলো শ্রীলঙ্কা।

Exit mobile version