Site icon Jamuna Television

কেমিক্যাল গোডাউন অপসারণে সরকারের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণে সরকারের নিস্ক্রিয়তা ও বেশকিছু বিষয় চ্যালেঞ্জ করে হাইকোর্টে কয়েকটি রিট হয়েছে।

কেমিক্যাল গোডাউন অপসারণে সরকারের নিস্ক্রিয়তা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন, নূর মুহাম্মদ আজমী ও খন্দকার কাওসার। পুরান ঢাকার নিমতলী অগ্নিকাণ্ডের পর তৎকালীন তদন্ত কমিটি ১৭টি সুপারিশ করেছিরো। মূলত কমিটির সুপারিশ বাস্তবায়নে সরকারের নিস্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে এই রিটটি দায়ের হয়।

ঢাকায় উন্নত অগ্নি ব্যবস্থা ও নিরাপত্তা চেয়ে হাইকোর্টে সম্পূরক রিট করেছেন ব্যারিস্টার সারা হোসেন। চকবাজারে আগুনে ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং নিহতের প্রত্যেক পরিবারের ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আরেকটি রিট করা হয়। অবৈধ কেমিক্যাল ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিল চেয়েও রিট করেন এক আইনজীবী।

Exit mobile version