Site icon Jamuna Television

কর্ণফুলীতে টানেল নির্মাণে বোরিং ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন

কর্ণফুলীর তলদেশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ টানেলের বোরিং কাজ ও নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে তিনি এসব কাজের উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টায় বিমানযোগে তিনি ঢাকা থেকে রওনা করেন।

উদ্বোধনস্থলে পৌঁছে টানেলের লেআউট পরিদর্শন শেষে তিনি উদ্বোধন করেন এই কার্যক্রমের। নির্মাণ কাজের উদ্বোধন শেষে প্রকল্প এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এসময় প্রকল্প সংশ্লিষ্ট দেশি-বিদেশী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।

এরপর উদ্বোধন করেন, নগরীর লালখান বাজারের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের। দুটি প্রকল্পের উদ্বোধন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে পতেঙ্গায় সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version