সরকার চকবাজার অগ্নিকাণ্ডের দায় এড়াতে পারে না; এ দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিং’য়ে এ মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
যেখানে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের চারিদিকে কেমিক্যালের গুদাম আর কারখানা, সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাখা কতটা নিরাপদ তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রিজভী আহমেদ আরও বলেন, বিএনপি চেয়ারপারসনকে কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তর নয়, অবিলম্বে মুক্তি দিতে হবে।
চুড়িহাট্টার আগুনের সাথে বিএনপির সংশ্লিষ্টতা নিয়ে তথ্যমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, হাসান মাহমুদকে তথ্যমন্ত্রী না করে গোয়েন্দা প্রধান বানানো উচিত ছিলো।

