Site icon Jamuna Television

হরিপুরে গুলিতে নিহতের ঘটনায় বিজিবি’র বিরুদ্ধে তিনটি মামলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গুলিতে তিনজন নিহতের ঘটনায় এবার বিজিবি’র বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

সকালে হরিপুর আমলি আদালতে মামলা তিনটি দায়ের করা হয়। এতে বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।

এরআগে, সংঘর্ষের ঘটনায় বহরমপুর গ্রামবাসীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে বিজিবি। গেল ১২ ফেব্রুয়ারি হরিপুর সীমান্তে গরু জব্দকে কেন্দ্র করে গ্রামবাসীর সাথে বিজিবির সংঘর্ষ হয়। গরুর মালিকানা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যের একপর্যায়ে গুলিতে নিহত হয় তিন গ্রামবাসী।

Exit mobile version