Site icon Jamuna Television

ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যায় আরেক গৃহকর্মী গ্রেফতার

নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় আরেক গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ওই গৃহকর্মীর নাম রেশমা (২৫)। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।

রাজধানীর মিরপুর-১৩ নম্বর সেক্টরের নতুনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ১৪ ফেব্রুয়ারি দিনগত রাতে গৃহকর্মী স্বপ্না ও গৃহকর্মী সরবরাহকারী রুনু ওরফে রাকিবের মাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকা কলেজের সামনের বহুতল ভবন ‘সুকন্যা টাওয়ার’ থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর তার বাসার দুই গৃহকর্মী পালিয়ে যায়।

পর দিন মাহফুজা চৌধুরী পারভীন হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা করেন তার স্বামী ইসমত কাদের চৌধুরী। মামলার আসামিরা হলো-রূপা ওরফে রেশমা ও স্বপ্না। অজ্ঞাতপরিচয় কয়েকজনকেও মামলায় আসামি করা হয়।

Exit mobile version