Site icon Jamuna Television

চকবাজারের অগ্নিকাণ্ডে সংসদে শোক প্রস্তাব

চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ। সমবেদনা জানিয়ে দিনের কার্যক্রমের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শোক প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গ্রহিত হয়।

প্রসঙ্গত রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ৬৭ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ৪১ জন। গুরুতর আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

Exit mobile version