Site icon Jamuna Television

চট্টগ্রামে বিমানের ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা: জরুরি অবতরণ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইট BG 147 জরুরি অবতরণ করেছে। বিমানের ভিতরে ক্রুদের জিম্মি করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ভিত্তিতে বিমানটিকে ঘিরে রেখেছে পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। আইএসপিআর জানিয়েছে, জিম্মি দশার অবসানে অ‌ভিযান চালা‌চ্ছে ফায়ার সার্ভিস ও নৌ বা‌হিনীর কমান্ডো দল।

বিমান থেকে পাইলটসহ, ফার্স্ট অফিসার, স্টাফ ও যাত্রীরা নেমে গেছেন। তবে এখনো বিমানের ভিতরে রয়েছেন ২জন ক্রু ও সন্দেহভাজন ব্যক্তিরা। এদের মধ্যে একজন অস্ত্রধারী বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে শাহ আমানত বিমানবন্দরে সব ধরণের বিমান ওঠা নামা বন্ধ রয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দরের রানওয়েতে অবস্থান করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি রোববার বিকেল ৩:২০ টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর উড়োজাহাজটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

Exit mobile version