Site icon Jamuna Television

ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের বিজি ১৪৭ ফ্লাইট দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করলে পরিস্থিতি বেগতিক দেখে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করা হয়েছে।

জরুরি অবতরণের পরপরই রানওয়েতে বিমানটি ঘিরে ফেলে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। এর কিছুক্ষণ পরে বিমানবন্দরে প্রবেশ করে সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট।

এরইমধ্যে ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের দায়িত্ব গ্রহণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়েছে আইএসপিআর

Exit mobile version