
সন্ধ্যা ৭টা সতোরো মিটিটে শুরু হওয়া সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মাধ্যমে অবসান হলো বিমান ছিনতাই চেষ্টার রুদ্ধশ্বাস ঘটনার। কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই সফলভাবে অভিযানের সমাপ্তি ঘটে।
এসময় ৭টা পঁচিশ মিনিটে আহত অবস্থায় আটক করা হয় কথিত ছিনতাইকারীকে। ছিনতাইকারীর নাম মাহদী বলে জানিয়েছেন তিনি তবে তা নিশ্চিত নয় বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন সিভিল অ্যাভিয়শনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান।
এর আগে রোববার সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইগামী ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে একজন অস্ত্রধারী। সন্ধ্যা পৌনে আটটার দিকে বিমান বাহিনীর এক ব্রিফিংয়ে জানানো হয়, উদ্ধার কৌশল সফল হয়েছে। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই অস্ত্রধারী একজনকে বের করে আনা সম্ভব হয়েছে।



Leave a reply