Site icon Jamuna Television

দাম্পত্য কলহের জেরে বিমান ছিনতাই চেষ্টা!

নিজের স্ত্রীর সাথে দাম্পত্য কলহ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার দাবি নিয়ে বিমান ছিনতাইয়ের উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইট বিজি ১৪৭ এর ছিনতাইকারী।

প্রাথমিক ভাবে ছিনতাইকারীর নাম মাহদী বলে জানা গেছে। এবং একইসাথে ছিনতাইকারী বাঙ্গালী ব্যক্তি বলেও নিশ্চিত করেছে বিমানের ভিতরে থাকা যাত্রীরা।

সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন সিভিল অ্যাভিয়শনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান।

এসময় ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে অসংলগ্ন ও মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে বলে জানায় বিমানের ভিতরে থাকা কয়েকজন যাত্রী।

ছিনতাইয়ের চেষ্টাকৃত বিমানটি উদ্ধারে সন্ধ্যা ৭টা সতেরো মিনিটে শুরু হওয়া অভিযানে তাকে আহত ও গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সেনাবাহিনী।

Exit mobile version