Site icon Jamuna Television

বিমান ছিনতাইকারী মাহদী গোলাগুলিতে নিহত

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের বিজি ১৪৭ ফ্লাইট ছিনতাইকারী মাহদি গোলাগুলিতে নিহত হয়েছেন। নিজের স্ত্রীর সাথে দাম্পত্য কলহ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার দাবি নিয়ে বিমান ছিনতাইয়ের উদ্যোগ নেয় মাহদি।

রোববার রাত পৌনে ৯টার দিকে সেনাবাহিনীর তরফ থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে আইএসপির জানায়, অভিযানের পর ছিনতাইকারীকে আহত অবস্থায় আটক করা হয়েছে। পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, প্রথমে ছিনতাইকারী অভিযানে আহত হয়েছে। পরবর্তীতে বাহিরে মারা যায়। এতে বলা হয়, বিমানে ক্রুসহ ১৪৮ জন যাত্রী ছিল। তারা সবাই নিরাপদে বের হয়ে এসেছেন।

এর আগে ৮টা দিকে সিভিল অ্যাভিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনী ৭টা ১৭ মিনিটে অভিযান পরিচালনা করে। এটি শেষ হয় ৭টা ২৫ মিনিটে। এ সময় ছিনতাইকারীকে আহত অবস্থায় আটক করা হয়।

তবে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমানটির সব যাত্রী ও ক্রু সুস্থ রয়েছে।

Exit mobile version