Site icon Jamuna Television

বেনাপোল সীমান্তে ২.৫ কেজি সোনাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে আজ রোববার রাতে ২.৫ কেজি সোনাসহ এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক পাচারকারী হচ্ছেন, বেনাপোলের দৌলতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামীম হোসেন (২৮)।

খুলনা ২১ বিজিবি ব্যটালিয়ন’র অধিনায়ক লেঃ কর্ণেল ইমরাম উল্লাহ সরকার জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে শামীমকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ২.৫ কেজি সোনা জব্দ করা হয়। আটক সোনার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা বলে বিজিবি জানায়।

আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপদর্ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।

Exit mobile version