Site icon Jamuna Television

চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের স্মরণে সারাদেশে আজ এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

শোক জানাতে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, ভবন ও বিদেশে মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সরকারি তথ্য অনুযায়ী এতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৭ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে গতকাল জাতীয় সংসদেএ বিষয় শোক প্রস্তাব গৃহিত হয়েছে।

Exit mobile version