Site icon Jamuna Television

বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া প্রায় শেষ, পর্যায়ক্রমে দোষীদের শাস্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বিচার প্রক্রিয়া প্রায় শেষ, পর্যায়ক্রমে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

সকালে বনানী সামরিক কবরস্থানে পুস্প স্তবক অর্পনোর মাধ্যমে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের শ্রদ্ধা জানানো হয়েছে।

প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে সামরিক সচিব শ্রদ্ধা জানান, এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামরিক সচিব। পরে তিন বাহিনী এবং বিজিবির মহাপরিচালক পুস্প স্তবক অর্পণ করেন। এরপর এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় সশস্ত্র বাহিনীর সদস্যগন স্যালুট প্রদান করেন। এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা পারে দোয়া করা হয়।

Exit mobile version