Site icon Jamuna Television

বিমান ছিনতাইকারীর স্ত্রী নায়িকা শিমলা!

বাংলাদেশ বিমান ছিনতাই চেষ্টাকারীর পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া গেছে। র‍্যাব জানায় তার নাম পলাশ আহমেদ। বাড়ি নারায়ণগঞ্জে। তবে চমকপ্রদ তথ্য হলো, বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শিমলা তার স্ত্রী।

পাওয়া গেছে পলাশের ফেসবুক অ্যাকাউন্টও। সেখানে  বিভিন্ন ছবিতে ঘনিষ্ঠভাবে দেখা যায় শিমলা-পলাশকে। স্থানীয়দের  সাথে কথা বলে আরও জানা যায়, নারায়ণগঞ্জে সে পলাশ নামেই পরিচিত।

মাদ্রাসা থেকে দাখিল পাস করে। পরে শর্ট ফিল্ম নির্মাণে জড়িয়ে পড়ে। পল্লীকবি জসিম উদ্দিনের ‘কবর’ কবিতা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন পলাশ।

গতবছর ২৪ সেপ্টেম্বর শিমলার সাথে এক ছবি দিয়ে পলাশ এক পোস্টে লিখেন,  “এই হচ্ছে আমার বউ যে আমার হাজার ভুলের মাঝে,আমাকে সহ্য করে পার করে দিলো ১ টি বছর, দোয়া করবেন যাতে সারাটা জীবন এই পাগলীটা আর আমি এক সাথে থেকে যেনো মরতে পারি, বউ অনেক ভালবাসি তোমায় আর কস্ট দেবো না,

 

Exit mobile version