Site icon Jamuna Television

লাচ্ছিতে বিষ মিশিয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির ১৫ জনকে হত্যা!

ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়া হয়েছিল তাকে। সেটা মেনে নিতে পারেননি পাকিস্তানি তরুণী আসিয়া বিবি। তাই একাধিকবার চেষ্টা করেন স্বামীকে মেরে ফেলার। প্রথমবারের চেষ্টা ব্যর্থ হয়ে আরও  ক্ষুব্ধ হয়ে ওঠেন আসিয়া। এবার শুধু স্বামী নয়, দই দিয়ে তৈরি লাচ্ছিতে বিষ মিশিয়ে শ্বশুরবাড়ির মোট ১৫ জনকে হত্যা করলেন এই নারী। পাকিস্তানের জিও টিভি এ খবর দিয়েছে।

মুজাফফরগড় জেলার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আসিয়া বিবি ও তার কথিত প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা।

পুলিশ বলছে, গত সেপ্টেম্বর মাসে আসিয়াকে জোর করে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। এরপর গত সপ্তাহে তিনি তার স্বামীকে বিষ মেশানো দুধ খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু সে চেষ্টা সফল হয়নি।

এরপর আসিয়া দই দিয়ে তৈরি লাচ্ছিতে বিষ মিশিয়ে দেন এবং স্বামীর পরিবারের সবাইকে তা পরিবেশন করেন। বিষাক্ত লাচ্ছি খেয়ে স্বামীসহ ১৫ জন মারা যান। অন্য ১৪ জন এখন অসুস্থ হয়ে হাসপাতালে আছেন।

পুলিশ কর্মকর্তা ওয়াইস আহমেদ জানান, আসিয়া এবং তার কথিত প্রেমিক ছাড়াও এ পরিকল্পনায় সহায়তা করার অভিযোগে তার এক খালাকেও গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version