Site icon Jamuna Television

কিম ও ট্রাম্পের হেয়ারকাট মিলছে বিনামূল্যে

উত্তর কোরিয়ান নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ভিয়েতাম সফর ও বৈঠক উপলক্ষ্যে ভিয়েতনামের এক নাপিত তার সেলুনে বিনামূল্যে কিম ও ট্রাম্প লুকের হেয়ারকাট দিচ্ছে যে কোন ইচ্ছুক গ্রাহককে। খবর আলজাজিরার।

লি তুয়াং ডুং নামে এই নাপিত জানান, হ্যানয় একটি শান্তির শহর। আমি যখন জানলাম কিম ও ট্রাম্প এখানে আসছেন শান্তি আলোচনার জন্য তখন আমি ভাবলাম আমার কিছু করা উচিৎ। আমি জানাতে চাই হ্যানয়ের লোকেরা এই বৈঠককে স্বাগত জানাচ্ছে।

তার এ অফারের পর প্রায় অসংখ্য লোক এই সুযোগ নিচ্ছে।

লে পু হাই নামে ৬৮ বছর বয়স্ক এক লোক বলেন, ডোনাল্ড ট্রাম্পের হেয়াকাটটা অসাধারণ, আর এটি আমার বয়সের সাথে যায়।

এ নিয়ে লি তুয়াং বলেন, আমি এটা বিনোদনের জন্যই করেছিলাম, তবে লোকজনের আগ্রহ দেখে খুব অবাক হচ্ছি। আমি এতে খুবই খুশি।

তুয়াং এর এই বিনামূল্যে হেয়ারকাট দেয়ার অফার চলবে কিম ট্রাম্প বৈঠকের শেষ দিন ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

Exit mobile version