Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামে অজ্ঞাত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার সকালে গ্রামের একটি পান ক্ষেত থেকে ওই ব্যক্তির ক্ষত বিক্ষত মরদেহটি উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে ভোগাইল বগাদী গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে একটি পান বরজে অজ্ঞাত ওই ব্যক্তির ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর দেওয়া হয় আলমডাঙ্গা থানা পুলিশকে।

খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজজামান মুন্সি জানান, গ্রামের জনৈক রশিদুল ইসলাম নামে এক কৃষকের পান বরজ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় উদঘাটনের জন্য আশপাশের থানাগুলোতে বার্তা প্রেরণ করা হয়েছে।

Exit mobile version