Site icon Jamuna Television

অস্ত্রহাতে আগেও দেখা গিয়েছিলো ছিনতাই চেষ্টাকারীকে

 বিমানের বোয়িং-৭৩৭ মডেলের ময়ূরপঙ্খি উড়োজাহাজটি (বিজি-১৪৭ ফ্লাইট)  অস্ত্র নিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে পলাশ।   প্রায় আড়াই ঘণ্টার টান টান উত্তেজনার পর উড়োজাহাজ ছিনতাইচেষ্টার অবসান ঘটে। রোববার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র ৮ মিনিটের কমান্ডো অভিযানে অস্ত্রধারী পলাশ নিহত হন।

এদিকে র‍্যাবের তথ্যমতে জানা যায়, নারায়ণগঞ্জে বাড়ি পলাশের। তবে ঢাকায় তিনি মাহি বি জাহান নামে পরিচিত। ফেসবুকের ছবি পলাশকে অস্ত্রহাতে দেখা গেছে। ২০১৭ সালের ডিসেম্বর মাসে এই ছবিগুলো পোস্ট দেয়।

আরও জানা যায়, পলাশ  বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শিমলা তার স্ত্রী। ফেসুবকে বিভিন্ন ছবিতে ঘনিষ্ঠভাবে দেখা যায় শিমলা-পলাশকে।

Exit mobile version