Site icon Jamuna Television

বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশের লাশ নেবে না পরিবার

বিমান ছিনতাই চেষ্টার সাথে জড়িত থাকা যুবক পলাশের লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে তার পরিবার।

বিমানে থাকা ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধান করে র‍্যাবের ডাটাবেইজের একজনের তথ্যাদির সঙ্গে মিল পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, ছিনতাইকারীর নাম মো: পলাশ আহমেদ, পিতা: পিয়ার জাহান সরদার, ঠিকানা: দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। ব্যক্তিগত জীবনে সে নায়িকা শিমলার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিল।

র‍্যাব আরও জানায়, উক্ত বিমানের প্যাসেঞ্জার লিস্ট অনুযায়ী ছিনতাইকারী অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিল। নাম উল্লেখ ছিল AHMED/MD POLASH. সিট নং ছিল-17A.

তার বাবা পিয়ার সরদার জানান, সে পরিবারের অবাধ্য সন্তান ছিল। তাই তার লাশ আমরা গ্রহণ করবো না। এলাকাবাসী জানায়, সে মাদ্রাসায় থাকাকালীন নানা ধরণের গান বাজনায় জড়িয়ে পরে। পরবর্তীতে সে নাটক সিনেমার জগতে যেয়ে উশৃঙ্খল হয়ে যায়।

Exit mobile version