Site icon Jamuna Television

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মোস্তাফিজ-অনিক-সোহেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত প্যানেলে ভিপি (সহ সভাপতি) হিসেবে মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান। জিএস (সাধারণ সম্পাদক) হিসেবে খন্দকার আনিছুর রহমান ও এজিএস (সহ সাধারণ সম্পাদক) হিসেবে খোরশেদ আলম সোহেল মনোনয়ন পেয়েছেন। আজ দুপুরে নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে প্যানেলটি ঘোষণা করা হয়। এসময় কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ প্যানেলসহ হল সংসদের জন্যও প্যানেল ঘোষণা করে সংসগঠনটি।

মোস্তাফিজ বিশ্ববিদ্যারয়ের এসএম হল, আনিছ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সোহেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র।

উল্লেখ্য, আগামী ১১ মার্চ ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগসহ প্রগতিশীল বামজোটসহ বেশ কয়েকটি সংগঠন।

Exit mobile version