Site icon Jamuna Television

ব্যাগ খুলে দেখেন জুতায় বসে আছে সাপ!

স্কটল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন অবকাশ কাটাতে। কুইন্সল্যান্ডে বেশ ক’দিন ঘুরাঘুরি শেষে বিমানে ওঠেন সাড়ে ৯ হাজার মাইল দূরের গ্লাসগোর উদ্দেশে। একসময় যথারীতি বিমান থেকে নামেনও। তখন ব্যাগ থেকে নিজের এক জোড়া জুতো বের করার প্রয়োজন পড়ে। কিন্তু ব্যাগ খুলে চক্ষু চড়কগাছ!

জলজ্যান্ত একটি সাপ বসে আছে জুতার মধ্যেই! ভয় পেয়ে সাথে সাথে পুলিশকে কল করলেন বৃদ্ধ এই নারী। স্কটল্যান্ড পুলিশ দ্রুত এসে ব্যবস্থা নেয়।

পরীক্ষা নিরীক্ষা শেষে তারা জানতে পারেন, এটি একটি পাইথন। সাপটি বিষাক্ত নয়। সাধারণত ঘর বাড়িতে অনেকে পোষ থাকেন এই প্রজাতির সাপ। কর্তৃপক্ষ সাপটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়।

ভুক্তভোগী নারী বক্সালের জামাতা জানান, সাপ ব্যাগে কিভাবে ঢুকলো সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। বিমানে ব্যাগে থাকাবস্থায় একবার নিজের চামড়াও খসিয়েছে সাপটি।

Exit mobile version