Site icon Jamuna Television

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি: ওবায়দুল কাদের

বিএনপি নালিশ করলেও পিলখানা হত্যাকাণ্ড নিয়ে দেশে-বিদেশে কোন প্রশ্ন ওঠেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেছেন, বিরোধিতার খাতিরে পিলখানার বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির প্রশ্ন তোলা উচিত না।

দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় স্টিল স্ক্রু পাইল ড্রাইভিংয়ের মাধ্যমে মেট্রোরেলের পিলারের নির্মাণকাজ উদ্বোধনের পর সাংবাদিকদের একথা বলেন কাদের।

এসময় মন্ত্রী জানান চলতি বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাও পর্যন্ত মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হবে। মেট্রোরেল নির্মাণে এখন পর্যন্ত গড় অগ্রগতি প্রায় ২২ ভাগ। এমআরটি সিক্স লাইনের আওতায় বিজয় স্মরণী হতে মতিঝিল পর্যন্ত ২৪৪টি পিলার জাপানি প্রযুক্তির স্টিল স্ক্রু পাইলিংয়ের মাধ্যমে করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার করেছে সরকার।

Exit mobile version