
বছর দেড়েক আগে বেশ সমালোচিত হয়েছিলেন তার বক্তব্যের জন্য। মুসলিমদের নামাজের আযান সম্পর্কে একটি নেতিবাচক মন্তব্য ছিল সেই সমালোচনার কারণ। ভারতে, এমনকি বিদেশেও তার নিন্দা জানিয়েছিলেন অনেকে।
এবার ভিন্ন এক মন্তব্য করলেন বলিউডের এই খ্যাতিমান সংগীত শিল্পী। গত শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও’ এর এক অনুষ্ঠানে হাজির হয়ে সনু বলেন, ‘১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরী মসজিদ ভাঙার ঘটনাটি ছিল একটি বিরাট ভুল কাজ; যার মাশুল এখনও ভারতকে দিতে হচ্ছে। ওই ঘটনা ঘটানো মোটেও ঠিক হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমি একমত যে, মুঘল সম্রাট রামের জন্মস্থানে থাকা মন্দির ভেঙেছিলেন। এর চেয়ে বড় বোকামি ও ভুল আর হতে পারে না। তিনি একটা ভুল করেছিলেন- তা ঠিক। এর মানে কি এটা যে, বাবরের বহু প্রজন্ম পরে তার ওই কর্মের প্রতিশোধ নিতে হবে? এটা মোটেও ঠিক কাজ নয়। এটা প্রগতিশীল চিন্তা হতে পারে না।”
অযোধ্যা সমস্যার সমাধান হিসেবে নিজে একটি প্রস্তাবও করেছেন দীর্ঘ দিন অসুস্থ থাকা এই সংগীত শিল্পী। তিনি বলেন, ‘এই সমস্যার সমাধান হলো ওখানে একটা সুন্দর মন্দির, একটা সুন্দর মসজিদ, একটা চার্চ এবং একটা গুরুদোয়ারা পাশাপাশি নির্মাণ করে দেখিয়ে দেয়া যে, এটাই হলো ভারত। এটা কি কেউ করতে পারবে? না, এটা করার কারো সাহস নেই।’
রাজনৈতিক দলগুলোকে অভিযুক্ত করে তিনি বলেন, ‘তারা এটা করবে না। কারণ এই কাজে তাদের কোনো রাজনৈতিক ফায়দা নেই। এটাই তাদের সবচেয়ে বড় সমস্যা।’
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply