Site icon Jamuna Television

রাজধানীতে হেলে পড়েছে ৬ তলা ভবন

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ছয় তলা ভবন হেলে পড়েছে। যে কোনো মুহূর্তে ভবনটি ধ্বসে পরতে পারে বলে আশঙ্কা ফায়ার সার্ভিসের। আজ সোমবার দুপুরে ভবনটি হেলে পরার ঘটনা টের পান এলাকার বাসিন্দারা।

ইতিমধ্যে ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে সব বাসিন্দাদের। এছাড়া আশেপাশের ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

রাজউকের কর্মকর্তারা জানান, ভবনটি নির্মাণে কোনো অনুমতি ছিলো না। ভবনটি পাঁচ বছর আগে নির্মাণ করা হয়।

ঝুঁকিপূর্ণ ভবনটি ঘিরে রেখেছে ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা। বিশেষজ্ঞ দল পরিদর্শন করার পর ভবনটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

Exit mobile version