Site icon Jamuna Television

বিয়ে করেছেন ক্রিকেটার তাসকিন

করেছেন জাতীয় ক্রিকেট দলের পে্ইসার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকা থেকে আজই ফিরে এই পেইসার দ্বিতীয় ইনিংস শুরু করলেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে সাইয়েদা রায়েবা নাঈমা’র সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। তবে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখায়, ছিলো না কোন মিডিয়া। আনুষ্ঠানিকভাবে পরে জানাবে এই দুই পরিবার। বিয়ের অনুষ্ঠানে জাতীয় দলের তামিম মাশরাফি সহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

টিবিজেড/

Exit mobile version