Site icon Jamuna Television

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন আজ। বেলা ১২টার মধ্যে সংশ্লিষ্ট হলে ফরম জমা দিতে হবে। এরইমধ্যে হলে হলে সেই কার্যক্রম শুরু হয়েছে। এরআগে গতকালই শেষ হয় ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের কার্যক্রম। ফরম সংগ্রহের শেষ দিনে হলগুলোতে ছিলো ভিড়।

এদিক ছাত্রদল, প্রগতিশীল, কোটা সংস্কার আন্দোলনকারীরা নিজেদের প্যানেল ঘোষণা করেছে। ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা মধুর কেন্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিয়েছে। আগামী ১১ মার্চ বহুল কাঙ্খিত এই নির্বাচনের ভোটগ্রহণ।

Exit mobile version