Site icon Jamuna Television

যৌন নিপীড়নে অভিযোগে দোষী সাব্যস্ত পোপের সহযোগী জর্জ পেল

যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন পোপ ফ্রান্সিসের সাবেক শীর্ষ উপদেষ্টা ও ভ্যাটিকানের কোষাধাক্ষ্য জর্জ পেল।

৫টি মামলায় বুধবার ঘোষণা করা হবে তার শাস্তি।

৫ সপ্তাহের শুনানির পর মঙ্গলবার তাকে দোষী বলে রায় দেন অস্ট্রেলিয়ার আদালত।

এই প্রথম ক্যাথলিকদের শীর্ষ কোনো ধর্মগুরু এ ধরণের বিচারের মুখোমুখি হলেন। গত ডিসেম্বরে মামলার রায় প্রদানের কথা থাকলেও আইনি জটিলতায় পিছিয়ে যায় তা। অস্ট্রেলিয়ার ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পেল।

যৌন নিপীড়নের বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রায় দুই দশক আগে ১৩ বছর বয়সী বালকদের ওপর যৌন নিপীড়নের অভিযোগে দোষী প্রমাণিত হলেন তিনি। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করেন জর্জ পেল। রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানান পেলের আইনজীবী।

Exit mobile version