Site icon Jamuna Television

‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে অগ্রাধিকার পায় উন্নয়ন’

আওয়ামী লীগ ক্ষমতায় এলে অগ্রাধিকার পায় দেশের উন্নয়ন, এনআরবি প্রকৌশলী সম্মেলনে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু গার্মেন্টসের দিকে না তাকিয়ে রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধানমন্ত্রী এসবকথা বলেন।

সারা দেশে ডিজিটাল সুবিধা পৌঁছে গেছে, হাই টেক পার্ক ও ডিজিটাল সেন্টারগুলোর সুফল পাচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এতে দেশে বাড়ছে সাক্ষরতার হার। দেশের উন্নয়নে প্রবাসী প্রকৌশলীদের অবদান রাখার আহ্বান জানান, শেখ হাসিনা।এসময় তিনি বলেন, ব্রেন ড্রেন নয়, বিদেশ থেকে উন্নত শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের দেশে ফিরে উন্নয়নের অবদান রাখতে হবে।

Exit mobile version