Site icon Jamuna Television

‘বোতলজাত পানি নিরাপদ কি? এক সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ

বোতলজাত পানি নিরাপদ কিনা সে বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেন, ২০১৩ সালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পরও এখনো কোন হটলাইন চালু হয় নি। বিচারক নিজে ফোন দিয়ে তাদের পাননি। বোতলজাত পানি নিরাপদ কিনা সে বিষয়ে কোন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কি পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। মঙ্গলবার ১০ বোতলজাত পানির কোম্পানির বিষয়ে প্রতিবেদন জমা দেয়া হয় আদালতে।

Exit mobile version