Site icon Jamuna Television

পাল্টা জবাব দিতে প্রস্তুত পাকিস্তান: পাক পররাষ্ট্রমন্ত্রী

কাশ্মিরে ভারতীয় বিমান বাহিনী কর্তৃক লাইন অব কন্ট্রোল লঙ্ঘনের পাল্টা জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে তার দেশ- এমনটা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

তিনি আরও বলেছেন, ভারতের আগ্রাসনের জবাব দেয়ার অধিকারও আমাদের আছে।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক ও বর্তমান সিনিয়র কূটনীতিকদের সাথে জরুরি বৈঠক শেসে এ কথা বলেন তিনি।

এদিকে উদ্ভুত পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে আজ সকালে মন্ত্রিসভার জরুরি বৈঠকও করেছেন তিনি। নিরাপত্তা কমিটির বৈঠক শেষে মিডিয়া সামনে বক্তব্য দেয়ার কথা রয়েছে পাক পররাষ্ট্রমন্ত্রীর।

ডন পত্রিকা জানিয়েছে, সকালের বৈঠক শেষে মাহমুদ কোরেশি বলেন, পাকিস্তান চায় এই অঞ্চলে শান্তি বজায় থাকুক। কিন্তু দিল্লীর বাড়াবাড়ি শান্তি বিনষ্ট করছে।

গত রাতে লাইন অব কন্ট্রোল অতিক্রম করে আজাদ কাশ্মিরের একটি এলাকায় বোমা হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানের পক্ষ থেকে হামলার ব্যাপারে নিশ্চিত করা হলেও বলা হয়েছে, এতে কেউ নিহত বা আহত হয়নি।

Exit mobile version