Site icon Jamuna Television

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক।

আজ শনিবার ভোরে মুককান্দি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

বাহুবল থানার ওসি মাজহারুল হক নিহতদের পরিচয় নিশ্চিত করেন। তারা হলেন মুককান্দি গ্রামের মতিন মিয়া (৫০) ও সাবু মিয়ার ছেলে কবির মিয়া (৪৫)।

স্থানীয়রা জানান, মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে গতকাল শুক্রবার বিকালেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আজ সকালে ফের সংঘর্ষ হলে শতাধিক আহত হয়। আহত অনেককে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কবির মিয়া মারা যান। আর মতিন মারা যান সিলেটে হাসপাতালে নেওয়ার পথে।

/কিউএস

Exit mobile version