Site icon Jamuna Television

২০১০ সাল পর্যন্ত বিচারাধীন ফৌজদারি মামলার তালিকা উচ্চ আদালতে দাখিলের নির্দেশ

২০১০ সাল পর্যন্ত দেশের দায়রা জজ আদালতগুলোতে বিচারাধীন সব ফৌজদারি মামলার তালিকা ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত ।

সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের এক বেঞ্চ এ আদেশ দেন। একইসাথে ৬ মাসের মধ্যে এসব মামলার বিচার শেষ করে উচ্চ আদালতে প্রতিবেদন দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। আলাদা একটি মামলার শুনানিতে ফৌজদারি মামলার প্রসঙ্গ উঠে আসলে এ আদেশ দেন আদালত। মামলার জট সংক্রান্ত বিষয়ে আদালত নানা সময়ে নানা উদ্যোগের কথা জানিয়ে আসছেন।

Exit mobile version