Site icon Jamuna Television

বাণিজ্যমন্ত্রীর সাথে রাশিয়া রাষ্ট্রদূতের বৈঠক

রাশিয়াসহ ৫ দেশের জোট ইউরেশিয়া অঞ্চলে ১৮ কোটি মানুষের বাজার ধরতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে আগামী মার্চের মধ্যেই এই জোটের সাথে সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। দুপুরে সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠকে এসব কথা জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

বৈঠকে ঢাকাস্থ রাশিরার রাষ্ট্রদূত আলেকজেন্ডার ইনাতব বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকে বন্ধু হিসেবে সহায়তা করে আসছে রাশিয়া। বাংলাদেশের ঔষধ, সিফুড, কলা, আলু,তৈরি পোশাকসহ বেশ কিছু পণ্যের চাহিদা রয়েছে দেশটিতে। সমঝোতা স্মারক সই হলে বাংলাদেশের শুল্কমুক্ত রফতানি সুবিধা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ বাড়বে বলেও জানান রাষ্ট্রদূত। বর্তমানে রাশিয়ায় বাংলাদেশের রফতানি ৪৮ কোটি ৮৫ লাখ ডলার। বিপরীতে আমদানীর পরিমান ৬ কোটি।

Exit mobile version