Site icon Jamuna Television

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো: আইজিপি

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রাঙ্গামাটিতে থানা ভবন ও পুলিশ ফাঁড়ির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, পাহাড়ে যেসব অনাকঙ্খিত ঘটনা ঘটছে তা অবৈধ অস্ত্রের কারণে। পার্বত্য এলাকায় অন্যান্য বাহিনীর সাথে পুলিশও অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করছে বলে জানান আইজিপি।

পুলিশ প্রধান আরও বলেন, পাহাড়ী এলাকায় পুলিশের সক্ষমতা বাড়াতে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে। এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রাঙ্গামাটির পুলিশ সুপারসহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version