Site icon Jamuna Television

জম্মু-কাশ্মীরের ৫৫টি পয়েন্টে ভারী গোলাবর্ষণ করেছে পাকিস্তান

জম্মু-কাশ্মীরের প্রায় ৫৫টি পয়েন্টে ভারী গোলাবর্ষণ করেছে পাকিস্তান। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, আজ বিকাল থেকে এই গোলাবর্ষণ করা হয়। ভারতের সেনাবাহিনীর বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, পাকিস্তানের এই গোলাবর্ষণ দৃঢ়ভাবে প্রতিহত করছে তারা।

ভারতীয় এক সেনা কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা থেকে পাকিস্তানী সেনাবাহিনী জম্মু, রাজউরি ও পুঞ্চ জেলার ৫৫টি স্থানে মর্টর হামলা চালায়। এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান এই কর্মকর্তা।

এনডিটিভি জানিয়েছে, গত ৪দিনে রাজউরি ও পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী গুলি চালিয়েছে এবং মর্টার হামলা করেছে। গত ১৫ বছরে প্রায় ৩ হাজার বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান সেনাবাহিনী।

এদিকে সীমান্তে এমন উত্তেজনায় ভীতির মধ্যে রয়েছে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী দুই দেশের বাসিন্দারাই।

Exit mobile version