Site icon Jamuna Television

কাশ্মিরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান জম্মু কাশ্মিরে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের দুই পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া সহ ভারতীয় গণমাধ্যম। বুধবার সকালে জম্মু কাশ্মিরের বুদগাম জেলায় এ ঘটনা ঘটে।

ভারতের নিউজ ১৮ সংবাদ মাধ্যম জানাচ্ছে, কারিগরি কারণে মিগ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে এক প্রদর্শনীতে বিধ্বস্ত হয় দুটি যুদ্ধবিমান। সেখানেও কারিগরি ত্রুটিকেই বড় কারণ বলে জানানো হয়।

গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪৪ সদস্য নিহত হওয়ার পর গত সোমবার রাতে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী।

বিস্তারিত আসছে….

Exit mobile version