Site icon Jamuna Television

ভারত-পাকিস্তান উত্তেজনা: শেয়ারবাজারে দর পতন

ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনার মধ্যে বিশ্বের বিভিন্ন উদীয়মান মার্কেটে শেয়ারের মূল্য পতন ঘটেছে। গত কয়েক দিন ধরে প্রতিবেশী দেশ দুটির মধ্যে সামরিক পদক্ষেপের হুমকি ও পাল্টা হুমকি চলছিল।

গত সোমবার পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বাহিনীর বিমান হামলার পর আজ সকালে ভারতের অভ্যন্তরে বিমান হামলা চালায় পাকিস্তান। পাশাপাশি পাকিস্তানের ভেতরে প্রবেশের কারণে দুটি ভারতীয় যুদ্ধবিমানও ভূপাতিত করে দেশটি। অন্যদিকে পাক একটি বিমানকেও ভূপাতিত করার কথা জানিয়েছে ভারত।

এমন পরিস্থিতিতে মরগান স্টেনলি ক্যাপিটাল ইন্টারশন্যাল (এমএসসিআই) সূচকে দেখা যাচ্ছে, উদীয়মান বাজারগুলোতে স্টকের মূল্য শূন্য দশমিক ২ শতাংশ পতন ঘটেছে। ভারতে শেয়ারের মূল্য পতন হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। একই সাথে ভারতীয় রুপির ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে। ডলারের বিপরীতে বুধবার শূন্য দশমিক ৬ শতাংশ দরপতন হয় রুপির।

অন্যদিকে পাকিস্তানের শেয়ারবাজারে দরপতন ঘটেছে ৩ শতাংশের বেশি। একই সাথে পাকিস্তানী রুপিরও বিনিময় মূল্য কমেছে ডলারের বিপরীতে।

সূত্র: রয়টার্স

Exit mobile version