Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র পাকিস্তানে ঢুকতে পারলে আমরা কেন নয়?

ভারত পাকিস্তান পাল্টাপাল্টি বিমান হামলায় আবার আগুনে ঘি ঢাললেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।

তিনি বলেন, আমেরিকা যেহেতু পাকিস্তানের ভিতরে ঢুকে লাদেনকে মারতে পেরেছে তখন আমরাও পারবো। তিনি আরও জানান যে, যেভাবে দেশ আমাদের সঙ্গে রয়েছে তার মানে এ সময় সব কিছুই সম্ভব।

পাকিস্তানের অভ্যন্তরে জইশ ই মোহাম্মদের ক্যাম্পে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান লড়াইয়ের মাঝেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ স্তরের বৈঠক চলছে।

সীমান্তে পাকিস্তানি বিমানের গতিবিধি নজরে রাখতে সীমান্তবর্তী এলাকায় জরুরী অবস্থা জারি করেছে ভারত।

অন্যদিকে, পাকিস্তানও তাদের আকাশ ও রেল পথের উপর জরুরী অবস্থা জারি করেছে।

Exit mobile version