মিয়ানমারে সেনাবাহিনী প্রণীত সংবিধান সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারও মানুষ। বুধবার দেশটির ইয়াঙ্গুন শহরে হয় এ বিক্ষোভ।
তাদের দাবি, মিয়ানমারের বিতর্কিত সংবিধানের কারণে এখনও সামরিক বাহিনীর হাতেই ক্ষমতা কুক্ষীগত। দেশের গণতান্ত্রিক সরকার এলেও, হচ্ছে না পরিস্থিতির কোন উন্নতি। বিক্ষোভে অংশ নেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও।
আয়োজকরা বলেন, সংবিধান সংশোধন কমিটির সমর্থন এবং জনগণের অধিকার আদায়ে এই বিক্ষোভ-প্রতিবাদ। চলতি মাসেই, সুচির ক্ষমতাসীন দল ‘এনএলডি’ প্রথমবার সংবিধান সংস্কারের দাবি তোলে পার্লামেন্টে।

