Site icon Jamuna Television

পাক-ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

টানা দু’দিন হামলা পাল্টা হামলার পর, এখন পর্যন্ত শান্ত কাশ্মিরের আকাশসীমা। তবে, থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্ত এলাকায়। নিয়ন্ত্রণ রেখার দু’পাশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কড়া প্রহরায় ভারত-পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

এ পরিস্থিতিতে, দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আলাদাভাবে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এসময়, সামরিক সংঘাত এড়ানোর পাশাপাশি সংলাপে বসার আহ্বান জানান তিনি। চিরবৈরী প্রতিবেশীদের আলোচনার আহ্বান জানিয়ে টুইট করছেন আন্তর্জাতিক অঙ্গনের প্রায় সবাই।

এদিকে, পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন’কে ফিরিয়ে আনতে তৎপর দিল্লি প্রশাসন। বৃহস্পতিবার সকালে ৩ বাহিনী প্রধানের সাথে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। ইসলামাবাদের প্রতি দ্রুত পাইলটকে মুক্তির আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

Exit mobile version