Site icon Jamuna Television

ভাসানী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে ২টি বিদেশি পিস্তল উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের একটি কক্ষ থেকে বিদেশি দুটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে পুলিশের সহযোগিতায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২য় তলায় ২১৪ ও ২১৫ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২১৪ নম্বর কক্ষে একটি লকার থেকে বিদেশি দুটি পিস্তল উদ্ধার করা হয়।

কক্ষটি ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ ও মো. ইমরান রাব্বি এবং সাংগঠনিক সম্পাদক জোবায়ের রহমান মিশু ও শরীফ ভূঁইয়ার। তবে এ ঘটনার সাথে কাউকে আটক করা যায়নি।

এসময় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. নুরুল ইসলাম, সন্তোষ ফাঁড়ির ওসি আরিফ ফয়সালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version