Site icon Jamuna Television

পাক-ভারত উত্তেজনায় বিশ্বব্যাপী বিপর্যস্ত ফ্লাইট শিডিউল

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম রূপ নেয়ায় দু’দেশই নিজেদের আকাশসীমায় কড়াকড়ি আরোপ করেছে। এমন অবস্থায় সামরিক বিমান ব্যতীত অন্য কোন উড়োজাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

এতে বিপর্যস্ত বিশ্বব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল। একইসাথে বর্তমানে ভারত ও পাকিস্তানগামী সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ও এগুলোর গন্তব্য পরিবর্তন করার কারনে বর্তমানে বিশ্বজুড়েই এয়ার ট্রাফিক এলোমেলো হয়ে পড়েছে।

বুধবার পাকিস্তান ও ভারতের বিমান বাহিনী পরস্পরের আকাশসীমা লঙ্ঘন করার পর উভয় দেশই নিজেদের বিমানবন্দর বন্ধ করে দেয়া সহ আকাশসীমায় জারি করেছে জরুরী অবস্থা।

এর ফলে থাই এয়ার, কানাডা এয়ার, সিঙ্গাপুর এয়ার সহ বিভিন্ন এয়ারলাইনসগুলো তাদের রুট পরিবর্তন করছে। ফুয়েল নেয়ার জন্য পাকিস্তান বা ভারতের পরিবর্তে দুবাইতে ট্রানজিট নিচ্ছে। গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এয়ার ট্রাফিক বেশি হওয়ায় তা চাপ ফেলছে আন্তর্জাতিক ফ্লাইটে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডার ২৪ এর দেখানো চিত্র অনুযায়ী পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ার কারণে বহু আন্তর্জাতিক ফ্লাইট তাদের গন্তব্য পরিবর্তন করেছে অথবা তাদের ফ্লাইট বাতিল করেছে। এতে করে ভোগান্তীতে পড়েছে এইসব রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা।

Exit mobile version